Sambad Samakal

Arif Sekh: গ্রিসের ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শিশু শিল্পী ৯ বছরের বাঙালি আরিফ

Dec 8, 2021 @ 8:34 pm
Arif Sekh: গ্রিসের ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শিশু শিল্পী ৯ বছরের বাঙালি আরিফ

গ্রিসের অলিম্পিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ‘শিশু শিল্পী’র খেতাব জিতল ৯ বছরের বাঙালি শিল্পী আরিফ শেখ। অভিনয় তো দূরের কথা, আরিফের পরিবারের কেউ কোনও দিন স্কুলের গন্ডীও পার করেননি। সেই কিশোরই আন্তর্জাতিক স্তরে পুরষ্কার জয় করে নিল।

বাঙালি পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘দোস্তজি’তে অভিনয় করেছে আরিফ। ছবিটিতে ইটভাটার মজুরের ছেলের চরিত্রে আরিফের সাবলীল অভিনয় সকলের নজর কেড়েছে। ১৯৯২ সালের বাবরি মসজিদ ভাঙার পরে দাঙ্গার পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্রটি। আর সেই সিনেমার মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছে আসিফের চরিত্রাভিনয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *