Sambad Samakal

Parliament: সাসপেনশন ইস্যুতে পাঁচ দলের সঙ্গে বৈঠকে রাজি কেন্দ্র, ফের বিতর্ক

Dec 20, 2021 @ 11:33 am
Parliament: সাসপেনশন ইস্যুতে পাঁচ দলের সঙ্গে বৈঠকে রাজি কেন্দ্র, ফের বিতর্ক

শীতকালীন অধিবেশন থেকে ১২ জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করার ইস্যু নিয়ে টানাপোড়েন চলছে এখনও। সাসপেনশন না তোলায় কার্যত সংসদ অধিবেশনে অচল করে রেখেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে অচলাবস্থা কাটাতে ৪ বিরোধী দলের নেতাদের বৈঠকে আহ্বান করেছে কেন্দ্র। কিন্তু এই বৈঠক নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কেন সর্বদলীয় বৈঠক নয়, এই প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতারা। সোমবার সকালে এই বৈঠক ডাকা হয়েছিল। যেখানে যোগ দেন নি বিরোধী নেেতার।

কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের দাবি, “শুধু ৫ দলের নেতাদের সঙ্গে নয়, সর্বদলীয় বৈঠকে বসতে হবে কেন্দ্রকে। এটা সংসদে বিরোধী ঐক্যকে ভাঙার জন্য মোদি সরকারের একটা চাল।” এখন দেখার সাসপেশন ইস্যুতে শাসক-বিরোধী তর্জা কোন পর্যায়ে পৌঁছয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *