Sambad Samakal

GRSE: কলকাতায় নির্মাণ শুরু হলো সাবমেরিন রোধ করার ক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ

Dec 21, 2021 @ 7:41 pm
GRSE: কলকাতায় নির্মাণ শুরু হলো সাবমেরিন রোধ করার ক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ

কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড সাবমেরিনরোধি পঞ্চম যুদ্ধ জাহাজ নির্মাণ শুরু করল। এই সমরতরী অল্প জলে চলতে সক্ষম। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব ভিএল কান্তা রাও, ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখ, জিআরএসই-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর রীয়র অ্যাডমিরাল ভিকে সাক্সেনা সহ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই যুদ্ধ জলযানটি নির্মাণ শুরু হয়।

এই সমরতরীটি ৭৫০ টন ওজনের হবে। সমুদ্রতটবর্তী এলাকার নিরাপত্তা বিধানে অগ্রনী ভূমিকা পালন করবে। এই রকম আটটি সাবমেরিনরোধি অল্প জলে ভেসে থাকতে সক্ষম যুদ্ধ জলযান তৈরির বরাত পেয়েছে জিআরএসই। এটি পঞ্চম জলযান যার নির্মাণ শুরু হলো আজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *