Sambad Samakal

Cricket: ২২ গজ ছাড়লেন হরভজন

Dec 24, 2021 @ 4:08 pm
Cricket: ২২ গজ ছাড়লেন হরভজন

ভারতের হয়ে ১০৩ টেস্ট ম্যাচে ৪১৭ উইকেট। স্ট্রাইক রেট ৬৮.৫। অর্থাৎ প্রত্যেক ৬৮ বল অন্তর উইকেট নিয়েছেন। ওয়ান ডে-র রেকর্ডও ঈর্ষণীয়। ২৩৬ ওয়ান ডে খেলে ২৬৯ উইকেট। দেশের হয়ে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫ উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। এবার ২২ গজ থেকে বিদায় নিলেন সেই হরভজন সিং। ২৩ বছরের কেরিয়ার সফরের সমাপ্তি ঘোষণা করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাজ্জি জানালেন, অবসর নিচ্ছেন।

কেরিয়ারের শুরুটা হয়েছিল ১৯৯৮ সালে, দেশের মাটিতে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ দিয়ে। তবে কেরিয়ারের সাফল্য শুরু হয়েছিল টিম ইন্ডিয়ার কিংবদন্তি বাঙালি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। ২০১১ সালে স্টিভ ওয়ার বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেনে হ্যাটট্রিক। কার্যত একা হাতে ধ্বংস করে দিলেন অজি ব্যাটিং। হরভজন হয়ে উঠলেন টার্বুনেটর। অস্ট্রেলীয় ব্যাটারদের কাছে মূর্তিমান আতঙ্ক। মূলত হরভজনের অফস্পিন অস্ত্রেই ঐতিহাসিক সিরিজ জিতল টিম ইন্ডিয়া। সিরিজে মোট ৩২ উইকেট নিয়ে নতুন ইতিহাস তৈরি করেছিলেন ভাজ্জি। ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ২৪ নম্বরে রয়েছেন ভাজ্জি।

টেস্টে উইকেট সংখ্যার বিচারে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন হরভজন। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ১৪ নম্বরে রয়েছেন তিনি। স্পিনারদের মধ্যে তাঁর সামনে মাত্র পাঁচজন। আর অশ্বিন, রঙ্গনা হেরাথ, অনিল কুম্বলে, শেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলীধরন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *