Sambad Samakal

Vaccine: দ্বিতীয় ডোজের কতদিন পরে মিলতে পারে প্রিকশন বা বুস্টার ডোজ?

Dec 26, 2021 @ 5:44 pm
Vaccine: দ্বিতীয় ডোজের কতদিন পরে মিলতে পারে প্রিকশন বা বুস্টার ডোজ?

গতকালই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, নতুন বছর থেকেই দেশে শুরু হতে চলেছে করোনা ভ্যাকসিনের তৃতীয় বা প্রিকশন ডোজ। আপাতত কোভিড যোদ্ধা, ষাটোর্ধ্ব ও কোমর্বিডিটিযুক্ত ব্যক্তিরাই এই ডোজ পাবেন। তবে ধীরে ধীরে ওমিক্রন সতর্কতায় দেশের সমস্ত জনগণই এই তৃতীয় ডোজ পাবেন বলে খবর। এখন প্রশ্ন, দ্বিতীয় ডোজের ঠিক কত দিন পরে এই প্রিকশন বা বুস্টার ডোজ মিলবে?

এখনও সরকারি ভাে এই বিষয়ে কোনও ঘোষণা হয় নি। তবে চিকিৎসক মহলের একাংশ মনে করছেন, দ্বিতীয় ডোজের ৯ থেকে ১২ মাস পরে প্রিকশন ডোজ দেওয়া হতে পারে। যদিও কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের ক্ষেত্রে সময়সীমা আলাদা হতে পারে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিই শেষ সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *