Sambad Samakal

Weather: সকালে কুয়াশা, বেলায় মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ! তাপমাত্রা কমবে কতটা?

Dec 30, 2021 @ 9:13 am
Weather: সকালে কুয়াশা, বেলায় মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ! তাপমাত্রা কমবে কতটা?

বছরের শেষ দিনগুলোতেও কনকনে ঠান্ডার দেখা নেই কলকাতায়। রাজ্যের উত্তরে একটানা বরফ পড়লেও দক্ষিণের সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে বেশি। বৃহস্পতিবার সকাল থেকে শহর কলকাতা ঢেকে ছিল ঘন কুয়াশার চাদরে। বেলা বাড়লেও মোটামুটি মেঘাচ্ছন্নই থাকছে আকাশ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার পারদ ফের কিছুটা নিম্নমুখী হতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *