Sambad Samakal

Booster Dose: তৃতীয় ডোজে ককটেল নয় জানালো কেন্দ্র

Jan 5, 2022 @ 5:25 pm
Booster Dose: তৃতীয় ডোজে ককটেল নয় জানালো কেন্দ্র

ভারতে কোভিড ভ্যাকসিনের যে বুস্টার ডোজে কোনো রকম ককটেল করা হবে না। ভারতের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ডা: ভিকে পাল জানিয়েছেন, “যারা কোভিশিল্ডের দু’ ডোজ নিয়েছেন তারা বুস্টার ডোজ কোভিশিল্ডই পাবেন। ঠিক তেমনি কোভ্যাক্সিন গ্রাহকদের ক্ষেত্রেও তাই হবে।” আপাতত সামনের সারির কোভিড যোদ্ধা ও ষাটোর্দ্ধ কোমর্বিডিটি সম্পন্নদেরই ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া হবে।

অন্যদিকে হাসপাতালের উপর ক্রমবর্ধমান চাপ কমাতে হোম আইসোলেশনের নিয়মেও বেশ কিছু বদল এনেছে কেন্দ্র। মৃদু ও স্বল্প উপসর্গ নিয়ে এখন বাড়িতে ১০ দিনের বদলে সাত দিন নিভৃতে থাকতে হবে। তবে তারপর যদি জ্বর বা উপসর্গ নাও থাকে আর এক বার পরীক্ষা করিয়ে নিতে হবে বলে নতুন গাইডলাইনে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *