Sambad Samakal

Covid Test: কারা, কখন করাবেন করোনা পরীক্ষা? নয়া গাইডলাইনে কী জানাল কেন্দ্র?

Jan 11, 2022 @ 1:10 pm
Covid Test: কারা, কখন করাবেন করোনা পরীক্ষা? নয়া গাইডলাইনে কী জানাল কেন্দ্র?

দেয়ে করোনা সংক্রমণের গ্রাফ লাগাতার ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে চাপ তৈরি হচ্ছে দেশের করোনা পরীক্ষাগারগুলির ওপরও। তাই কারা করোনা পরীক্ষা করাবেন, আর কারা করাবেন না সেই বিষয়ে নয়া গাইডলাইন জারি করল আইসিএমআর। উপসর্গহীন হলে করোনা পরীক্ষা না করিয়ে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

কোভিড রোগীর সংস্পর্শে এলেও হাই-রিস্ক গ্রুপের অন্তর্ভুক্ত না হলে করোনা পরীক্ষার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। যারা চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন বা যাদের ৭ দিনের আইসোলেশন পর্ব শেষ হয়েছে, তাদের করোনা পরীক্ষার প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে। তবে আরটিপিসিআর টেস্ট করে পজিটিভ রিপোর্ট আসা ব্যক্তির সংস্পর্শে এলে ও শরীরে বিভিন্ন কোমর্বিডিটি থাকলে করোনা পরীক্ষা করানোর কথা বলা হয়েছে আইসিএমআর-এর নয়া গাইডলাইনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *