গঙ্গাসাগর মেলা উপলক্ষে বুধবার কলকাতার বাবুঘাট সংলগ্ন এলাকায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার জন্য আগত পূণ্যার্থীদের স্বাগত জানিয়েও কড়া ভাবে কোভিড বিধি মানার জন্য বার্তা দেন।
বাবুঘাটে মমতা বলেন, “মেলা কমিটিকে অনুরোধ করব, বেশি লোক পাঠাবেন না। কোর্টের নির্দেশ মেনে আমাদের চলতে হবে। যাদের আরটিপিসিআর টেস্ট হয় নি তারা যেতে পারবেন না। আমরা দুঃখিত প্রায় প্রতিটি ঘরে ঘরে ওমিক্রন ছাড়িয়ে পড়েছে। যার কোভিড ধরা পড়বে, দয়া করে তাকে আলাদা রাখুন নাহলে যাওয়া আসার সময়ে বহু মানুষ আক্রান্ত হবেন। সকলে দুটো করে মাস্ক পড়ুন। স্যানিটাইজার ব্যবহার করুন।”
প্রসঙ্গত শর্ত সাপেক্ষে চলতি বছরের গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবারই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে গঙ্গাসাগর গিয়েছে হাইকোর্ট নিযুক্ত বিশেষ কমিটি।