সাহিত্যিক তথা চিত্রশিল্পী নারায়ণ দেবনাথের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেওয়া হলো মঙ্গলবার। এই বছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন হাঁদা-ভোদার স্রষ্টা। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নবতিপর এই সাহিত্যিক রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহন করতে পারেন নি।
আজ কলকাতা বেলভিউ ক্লিনিকে মন্ত্রী অরূপ রায় ও অতিরিক্ত মুখ্য সচিব বিপি গোপালিকা তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। বছর ৯৭-এর শিল্পী বর্তমানে ভেন্টিবাইপ্যাপ সাপোর্টে রয়েছেন। তিনি গত ২৪ ডিসেম্বর থেকে হাসপাতালে রয়েছেন অসম্ভব দুর্বলতা ও রক্তে হেমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া ও মলের সঙ্গে রক্তপাতের সমস্যা নিয়ে। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।