বিধানসভা ভোটের মুখে উত্তরপ্রদেশে ফের ধাক্কা খেল বিজেপি। আগেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন ওবিসি নেতা স্বামী প্রসাদ মৌর্য। তাঁর ইস্তফা রাজ্য-রাজনীতি শোরগোল ফেলে দেয়। এবার এই একই পথে হাঁটলেন আরও এক বিজেপি বিধায়ক। রাজ্যের ফিরোজাবাদ জেলার শিকোহবাদ বিধানসভা আসনের বিজেপি বিধায়ক মুকেশ বর্মা ইস্তফা দিলেন। জানা গেছে, মুকেশ বর্মা স্বামী প্রসাদ মৌর্যের বাসভবনে রয়েছেন। এই নিয়ে মাত্র দু’দিনে ইস্তফা দিলেন উত্তরপ্রদেশের সাতজন বিধায়ক। স্বাভাবিক ভাবেই ভোটের মুখে এই ঘটনা চাপ বাড়াল যোগী সরকারের।