দেশের প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতেই শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। শুক্রবার জানানো হয়েছে, ৩১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের প্রথম দফার বাজেট অধিবেশন। যা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ ফেব্রুয়ারি সংসদে পেশ হবে চলতি বছরের আর্থিক বাজেট।
এরপরে দীর্ঘ এক মাসেরও বেশি সময় বিরতির পরে দ্বিতীয় দফায় অধিবেশন শুরু হবে ১৪ মার্চ থেকে। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যেই সংসদের চারশোর বেশি কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তারপরে সুষ্ঠু ভাবে সংসদ অধিবেশন পরিচালনা করাই চ্যালেঞ্জ কেন্দ্রের কাছে। যদিও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন সমস্ত কোভিড বিধি যথাযথ ভাবে মেনেই অধিবেশন পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে।