রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে শেষ ক’য়েক দিন ধরে। আর তার মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। কেন গুরুতর অসুস্থ রোগীদের এত দ্রুত মৃত্যু হচ্ছে সেই নিয়ে চিন্তায় রয়েছে রাজ্যের স্বাস্থ্য ভবন। কোভিডে মৃত্যুতে লাগাম টানতে এবার তাই নতুন বিশেষজ্ঞ কমিটি তৈরি করল স্বাস্থ্য দফতর। এই কমিটি সমস্ত হাসপাতালে গুরুতর অসুস্থ করোনা রোগীদের চিকিৎসার ওপর নজরদারি চালাবেন।
রাজ্য স্বাস্থ্য দফতরের এই নয়া কমিটির মাথায় রয়েছেন এসএসকেএমের চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালি, চিকিৎসক অভীক ঘোষ ও বেলেঘাটা আইডির চিকিৎসক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এই ৩ জনের কমিটি হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার ওপর নজর রাখবে ও প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবে।