Sambad Samakal

Weather: মেঘলা আকাশ, ফের জাঁকিয়ে ঠান্ডা পড়ছে বঙ্গে?

Jan 15, 2022 @ 9:29 am
Weather: মেঘলা আকাশ, ফের জাঁকিয়ে ঠান্ডা পড়ছে বঙ্গে?

সারাদিন ধরে মেঘলা আকাশ, সঙ্গে সামান্য দু-এক পশলা বৃষ্টি। মকর সংক্রান্তির পরের দিনও প্রায় একই রকম আবহাওয়া থাকছে গোটা রাজ্যে। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ফের কিছুটা জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বঙ্গে। শনিবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কয়েক ডিগ্রি করে কমে যেতে পারে। দক্ষিণবঙ্গের কোন কোন এলাকায় বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা বৃষ্টিপাতও হতে পারে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৩ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *