দেশজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ শেষ কয়েক দিনে কিছুটা হলেও নিম্নমুখী। এই পরিস্থিতিতে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের সরকারকে মঙ্গলবার ফের চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চিঠিতে প্রতিটি রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে বলা হয়েছে। বিশেষ করে করোনা সংক্রমণের ক্লাস্টার বা হটস্পট এলাকাগুলোতে আরও বেশি সংখ্যক করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, যাদের করোনা সংক্রান্ত উপসর্গ রয়েছে তাদের পরীক্ষা করতে হবে। এছাড়াও করোনা রোগীর সংস্পর্শে আসা হাই রিস্কে থাকা ব্যক্তিদেরও পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেও করোনা রোগী চিহ্নিত করে আইসোলেশনের কাজ করার জন্য করোনা পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।