করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে ভ্যাকসিনেশনের কাজ চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সমস্ত বিশেষজ্ঞরা কোভিড ভ্যাকসিনেশনের ওপর জোর দিয়েছিলেন। এই পরিস্থিতিতে ভারতে কোভিড ভ্যাকসিন তৃতীয় ঢেউয়ে মৃত্যুর সংখ্যা অনেকটা কমিয়েছে বলে দাবি করলেন আইসিএমআর-এর ডিজি ডাঃ বলরাম ভার্গব।
বৃহস্পতিবার তিনি বলেন, “ভারতে ভ্যাকসিনেশন খুবই উপকারী বলে প্রমাণিত হয়েছে। মৃত্যুর সংখ্যা সফল ভ্যাকসিনেশনের জন্যই অনেকটা কমেছে। করোনার এই তৃতীয় ঢেউয়ে ভ্যাকসিনেশনের কারণেই গুরুতর অসুস্থ হওয়া ও মৃত্যুর সংখ্যা অনেকটা কম।”
এছাড়াও কেন্দ্রের দাবি এখনও পর্যন্ত দেশের ৫২ শতাংশ ১৫ থেকে ১৮ বছর বয়সীরা কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন।