হিন্দুধর্মকে বিষয় করে স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু হতে চলেছে দেশের নামী বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে এই বিষয়ে জল্পনা চললেও, এই প্রথম বাস্তবায়িত হতে চলেছে হিন্দু ধর্মের ওপর কোনও ডিগ্রি কোর্স। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। ২ বছরের এই স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে হিন্দুধর্ম বিষয়ক একাধিক পেপার পড়ানো হবে।
বিএইচইউ সূত্রে খবর ল, ভারত অধ্যয়ন কেন্দ্রে নিয়মিত ক্লাস হবে। দু বছরে মোট ৪টি সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে। হিন্দু ধর্মের আচার, রীতিনীতি, মন্ত্রের মাহাত্ম্য সংক্রান্ত পৃথক পেপার থাকবে। এই ডিগ্রির জন্য এখনও পর্যন্ত ৪৫ জন পড়ুয়া আবেদন করেছে বলে জানা গিয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সূত্রে।