Sambad Samakal

Omicron: একবার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা?

Jan 20, 2022 @ 1:14 pm
Omicron: একবার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা?

একবার করোনা ভাইরাসের ওমিক্রন স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয়বার কী ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? এই নিয়ে প্রায় দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞ মহল। আগে বিশেষজ্ঞদের ধারণা ছিল, একবার কভিডে আক্রান্ত হলে অন্তত ৯০ দিন পর্যন্ত ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু ভাইরাসের ক্রমাগত রুপ পরিবর্তনের ফলে নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের।

করোনা ভাইরাসের একটি স্ট্রেইনে আক্রান্ত হওয়ার পরেই আবার অন্য কোনও নতুন স্ট্রেইনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও এই নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা আক্রান্তের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত অনেকটাই কমে যায়। ফলে নতুন করে ভাইরাসের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে শরীর। তাই কোভিড সংক্রমণের পরেও যথাযথ কোভিড বিধি মেনে চলারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *