করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তারপর থেকে একটানা আইসিইউতে রয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। শনিবার তাঁর চিকিৎসক জানিয়েছেন, এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণেই আছেন তিনি। কত দিন পর্যন্ত তাঁকে আইসিইউতে থাকতে হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে আগের থেকে বেশ কিছুটা উন্নতি হয়েছে লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির।
লতা মঙ্গেশকরের সহযোগীদের পক্ষ থেকে সকলের কাছে আবেদন করা হয়েছে, যাতে কেউ কোনও গুজব না ছড়ান। কঠিন পরিস্থিতিতে লতা মঙ্গেশকরের দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থণা করার আবেদনও রাখা হয়েছে। ৯২ বছর বয়সী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি বর্তমানে আগের থেকে কিছুটা হলেও ভালো।