খেলোয়ার হিসেবে দাপটের সঙ্গে খেলেছেন দু দলের হয়েই। প্রয়াণের পরেও চিরপ্রতিদ্বন্দ্বী দু দলকে মিলিয়ে দিলেন ময়দানের ‘ভোম্বল দা’। মোহনবাগানের সবুজ-মেরুন আর ইস্টবেঙ্গলের লাল-হলুদ পতাকা গায়ে জড়িয়ে শেষ বিদায় নিলেন সুভাষ ভৌমিক। করোনা আক্রান্ত হওয়ায় ময়দানের কোনও টেন্টেই নিয়ে যাওয়া যান নি তাঁকে। হাসপাতালে এসে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ক্লাব কর্তারা শ্রদ্ধা জানিয়ে যান সুভাষ ভৌমিককে।
অনাড়ম্বর শেষ যাত্রায় সামিল ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরুপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। হাসপাতাল থেকেই সোজা নিমতলা মহাশ্মশানে শেষ কৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় সুভাষ ভৌমিকের নশ্বর দেহ। চোখের জলে কলকাতা ময়দানের কৃতি সন্তানকে বিদায় জানালেন সকলে।