গত বুধবার অরুণাচলের এক ১৭ বছরের যুবককে ভারতীয় ভূখন্ড থেকে অপহরণের অভিযোগ উঠেছিল চিনা সেনার বিরুদ্ধে। রবিবার, চিনা সেনার পক্ষ থেকে ওই যুবককে খুঁজে পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনা সূত্রে খবর, চিনা সেনার পক্ষ থেকে এই সংবাদ পাওয়ার পরেই ওই যুবককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
নিখোঁজ ওই যুবকের নাম মিরিয়াম তারন। অরুণাচলের পাহাড়ি এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। স্থানীয় কংগ্রেস বিধায়ক এই ঘটনায় চিনা সেনা বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। তারপরেই ভারতীয় সেনার পক্ষ থেকে চিনা সেনার সঙ্গে যোগাযোগ করা হয়। অপহরণের ঘটনা অস্বীকার করলেও প্রায় ৭২ ঘণ্টা পরে যুবকের খোঁজ জানাল চিনা সেনা।