রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। তবে করোনা আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগে রাখছে স্বাস্থ্য মহলকে। রবিবার সন্ধ্যেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮০ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। যার মধ্যে রয়েছেন কলকাতার ১০ জন, হাওড়ার ৬ জন ও উত্তর চব্বিশ পরগনায় ৫ জন। এখনও কেন রাজ্যে প্রতিদিন এত সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে সেই নিয়ে চিন্তায় রয়েছে স্বাস্থ্য ভবন।
এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ১ লক্ষ ১০ হাজার ১৮৩ জন। রবিবার রাজ্যের দৈনিক পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ৯.৫৩ শতাংশ। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া সহ সমস্ত জেলায় দৈনিক করোনা সংক্রমণই হাজারের নীচে নেমেছে।