Sambad Samakal

Surrogacy: সারোগেসি কি মাতৃত্বের অনুভূতি দেয়? স্যোশাল মিডিয়ায় প্রশ্ন তসলিমার

Jan 23, 2022 @ 11:33 am
Surrogacy: সারোগেসি কি মাতৃত্বের অনুভূতি দেয়? স্যোশাল মিডিয়ায় প্রশ্ন তসলিমার

সারোগেসি বিজ্ঞানের একটি অনন্য সাফল্য। তবে সারোগেসি পদ্ধতি অবলম্বন করে মা হলে আদৌ কী প্রকৃত মাতৃত্বের অনুভূতি হয়, স্যোশাল মিডিয়ায় এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। সদ্যই সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্যোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যার মধ্যেই তসলিমার খোঁচা কী নিক-প্রিয়াঙ্কাকেই উদ্দেশ্য করে, জল্পনা উস্কে দিয়েছেন অনেকে।

স্যোশাল মিডিয়ায় তসলিমা লিখেছেন, “সারোগেসি বিজ্ঞানের চমৎকার একটি আবিষ্কার বটেই। কিন্তু সারোগেসি ততদিন টিকে থাকবে, যতদিন সমাজে দারিদ্র্য টিকে থাকবে। ধনীরা সব সময় নিজের স্বার্থে দারিদ্র্যের অস্তিত্ব চায়। আপনার যদি একটি শিশুকে বড় করার একান্তই দরকার থাকে, তাহলে একটি অনাথ শিশুকে দত্তক নিন। সারোগেসির মাধ্যমে রেডিমেড শিশু পেয়ে মায়েরা কেমন অনুভব করেন? যে মায়েরা নিজের সন্তান জন্ম দেন, তাদের মত কি একই অনুভূতি হয়?।”

তসলিমা নাসরিনের এই পোস্ট ঘিরে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়া। অনকেই তসলিমার বক্তব্যকে সমর্থন করছেন। আবার অন্যদল এর বিরুদ্ধে মুখ খুলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *