সমস্ত জল্পনা সত্যি করে শেষ পর্যন্ত বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য বিজেপি। সোমবার রাজ্য বিজেপি থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হল জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তেওয়ারিকে। ইতিমধ্যেই দুই নেতার কাছে চিঠি পৌঁছে গিয়েছে। সোমবার বিদ্রোহী এই দুই নেতাকে শো-কজ নোটিশ ধরিয়েছিল বিজেপি।
নয়া রাজ্য কমিটিতে পদ না পেয়েই দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন জয়প্রকাশ, রীতেশ সহ বেশ কিছু নেতা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও। তবে আপাতত শাস্তির খাঁড়া নেমে এসেছে শুধু জয়প্রকাশ ও রীতেশের ওপরেই। বিদ্রোহী শান্তনু ঠাকুরকে শো-কজ করলেও এখনও তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নি।