করোনা আবহে মাথায় হাত লগ্নিকারীদের। সোমবার, সপ্তাহের শুরুতেই ব্যাপক ধস নামল শেয়ার বাজারে। এদিন এক ধাক্কায় সেনসেক্সের সূচক পড়েছে প্রায় ২ হাজার পয়েন্ট।
গত সপ্তাহের শেষ চারদিনও শেয়ার বাজারের পতন অব্যাহত ছিল। এদিন সকালে শেয়ার বাজার খুলতেই দ্রুত নামতে থাকে সূচক। দুপুর ১২টা নাগাদ সেনসেক্স নেমে যায় ১০৫৬ পয়েন্ট। সেইসময় সেনসেক্সের সূচক ঘোরাফেরা করছে ৫৭ হাজারের সামান্য উপরে। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের নিফটি প্রায় ৩১৭ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩০১ পয়েন্টের আশেপাশে। জোম্যাটোর মতো যেসব শেয়ার ঊর্ধ্বমুখী ছিল, এদিন তাদেরও পতন হয়। তবে শুধু ভারত নয়, গোটা এশিয়ার বাজারেই অস্থিরতা তৈরি হয়েছে।