সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইন গেম জনপ্রিয় হয়েছে গোটা দেশে। আর সেই অনলাইন গেমসের আশক্তিতে পড়ে ছোটদের শৈশব নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করেন অনেক অভিভাবকই। এবার অনলাইন গেমে শিশু-কিশোরদের আশক্তি কমাতে আইন তৈরির পথে হাঁটতে চলেছে মধ্যপ্রদেশ সরকার।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ইতিমধ্যেই আইনের খসড়া তৈরি হয়ে গিয়েছে। দ্রুতই আইন আকারে তা নিয়ে আসা হবে। অনলাইন গেমের ফাঁদে পা দিয়ে হাজার হাজার টাকা ধার করার উদাহরণও রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। শেষ পর্যন্ত মানসিক অবসাদে আত্মহত্যার মত চরম পথও বেছে নেয় অনেকে। নয়া আইনের ফলে এই প্রবণতা অনেকটাই কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।