রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারের সাসপেনশন নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি মঙ্গলবার বলেন, ” এঁরা পুরনো কর্মী। অনেক বছর ধরে পার্টির জন্য কাজ করছেন। নীতিগত ভাবেই কাজ করেছেন। আজকে বিশেষ পরিস্থিতির জন্য কোথাও অসঙ্গতি মনে হচ্ছে। সেটা আমি প্রথম থেকেই বলছি পার্টির মধ্যে যে ব্যবস্থা আছে সেটা কথা বলেই সমাধান করা উচিত। সেটা পার্টির স্বার্থেই ঠিক হবে। এখন তাঁরা পার্টির সঙ্গে কথা বলবেন, পার্টি শুনবে। তারপর দলই সিদ্ধান্ত নেবে।” উল্লেখ্য, দলবিরোধী আচরণের অভিযোগে সোমবারই জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্তের নির্দেশ জারি করে বঙ্গ বিজেপি। তাতে বলা হয়, যতক্ষণ না পর্যন্ত তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ বহাল থাকবে এই সাময়িক বরখাস্তের নির্দেশ। রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশেই এই দুই নেতার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন কার্যালয় সভাপতি প্রণয় রায়।