বুধবার প্রজাতন্ত্র দিবসের দিনও বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আংশিকভাবে মেঘলা থাকবে আকাশ। উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় বুধবার তাপমাত্রার পারদে বড় রকমের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৮ শতাংশ।