Sambad Samakal

Covid: সংক্রমণ কমলেও লাগাম নেই মৃত্যুতে, প্রশ্নের মুখে রাজ্য

Jan 27, 2022 @ 8:45 pm
Covid: সংক্রমণ কমলেও লাগাম নেই মৃত্যুতে, প্রশ্নের মুখে রাজ্য

বাংলার দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৮ জন। তবে সংক্রমণ কমলেও লাগাম নেই মৃত্যুতে। রাজ্যে এদিন একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৬। আর এই পরিসংখ্যানই চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। প্রশ্ন উঠছে, তাহলে কি আদতেই সংক্রমণের সংখ্যা গোপন করছে রাজ্য?

রাজ্যে শেষ একদিনে করোনা মৃতদের মধ্যে উত্তর চব্বিশ পরগনার ১৪ জন, কলকাতার ৮ জন ও দক্ষিণ চব্বিশ পরগনার ৪ জন রয়েছেন। দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমলেও কেন মৃত্যুর সংখ্যা কমছে না, সেটাই এখন সবথেকে বড় চিন্তার কারণ স্বাস্থ্য ভবনের কাছে।

এই মুহূর্তে রাজ্যের দৈনিক পজিটিভিটি রেট হয়েছে ৯.০২ শতাংশ। অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ৫৫ হাজার ৭২৫ জন। কলকাতায় ৪২৩ জন, উত্তর চব্বিশ পরগনায় ৫২৪ জন ও দক্ষিণ চব্বিশ পরগনায় ৪১১ জন একদিনে করোনা আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *