Sambad Samakal

Pegasus: ২০১৭ সালে ইজরায়েলের থেকে ‘পেগাসাস’ কেনেন মোদি? দাবি রিপোর্টে

Jan 29, 2022 @ 6:03 pm
Pegasus: ২০১৭ সালে ইজরায়েলের থেকে ‘পেগাসাস’ কেনেন মোদি? দাবি রিপোর্টে

২০১৭ সালের ইজরায়েল সফরের সময়েই ফোনে আড়ি পাতার ম্যালওয়্যার, ‘পেগাসাস’ কিনেছিল মোদি সরকার! এমনকী সই করেছিলেন চুক্তিতেও! সম্প্রতি এমনই দাবি করা হয়েছে ‘নিউইয়র্ক টাইমসে’ প্রকাশিত একটি রিপোর্টে। আর তাকে কেন্দ্র করেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে তীব্র বিতর্ক। তাহলে কী সত্যিই মোদি সরকার দেশের নাগরিকদের গোপন তথ্য জানার জন্য ‘পেগাসাসের’ মত ম্যালওয়্যার ব্যবহার করেছে?

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী মোদির ইজরায়েল সফরের সময়ে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য ২০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়েছিল। ইজরায়েলি যুদ্ধাস্ত্রের সঙ্গেই প্রতিরক্ষা চুক্তির তালিকায় ছিল ফোনে আড়ি পাতার ম্যালওয়্যার ‘পেগাসাস’। যদিও সংসদ বা সুপ্রিমকোর্ট কোনও যায়গাতেই আদৌ মোদি সরকার পেগাসাস কিনেছিল কিনা, সেই বিষয়টিকে স্পষ্ট করা হয় নি। দেশের সর্বোচ্চ আদালতের নজরদারিতে পেগাসাস কাণ্ডে ৩ সদস্যের ‘সিট’ তদন্ত চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *