Sambad Samakal

Motor Bike: পেট্রোল-ডিজেল বা ব্যাটারি নয়, কাঠকয়লায় চলবে বাইক!

Feb 1, 2022 @ 7:20 pm
Motor Bike: পেট্রোল-ডিজেল বা ব্যাটারি নয়, কাঠকয়লায় চলবে বাইক!

চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল বাইক। দ্রুত আসন থেকে নেমে চালক বাইকের সিলিন্ডারে কালো এক ধরনের পাউডার ভরতে শুরু করলেন। অবাক হলেন! তবে কি নতুন প্রযুক্তি এল বাজারে? না, ওই কালো পাউডার আসলে কাঠকয়লার গুঁড়ো। জ্বালানির সবথেকে প্রাচীন রুপ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পেট্রোল-ডিজেলের মারাত্মক আকাল পড়েছিল। সেই সময়েই অস্ট্রেলিয়ায় জনপ্রিয় হয়েছিল এই প্রযুক্তি। ১৯৪২ সালে নভেনিয়ান গ্যালানামান নামের এক ইঞ্জিনিয়ার তৈরি করেছিলেন এই কাঠকয়লা চালিত বাইক। যা ছুটতে পারে ঘণ্টায় প্রায় ৫০ মাইল বেগে। কালের নিয়মেই হারিয়ে গিয়েছে এই কাঠকয়লার বাইক। শুধু ইতিহাসের সাক্ষী হিসেবে টিকে আছে কিছু ছবি ও ভিডিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *