হাতির হানায় মৃত্যু হল দুই মহিলার। জলপাইগুড়ির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে হাতির মুখে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও এক জন। তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
