বিশ্ব ক্যান্সার দিবসের আগে তিন ক্যান্সারজয়ীকে নিজেদের অঙ্কোলজি সেন্টারে যুক্ত করল মেডিকা হাসপাতাল। ক্যান্সারের মত মারণ রোগকে জয় করেও যে নতুন উদ্যমে কাজ করা যায় শুধুমাত্র মনের জোরকে সঙ্গী করে সেটাই প্রমাণ করলেন এই তিন ক্যান্সারজয়ী। রিমা রায়, সুরজিৎ মৃধা ও বিমল সাহা, এই তিনজন মেডিকা হাসপাতালের অঙ্কোলজি বিভাগ থেকেই ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠেছেন।
ক্যান্সারের মত মারণ রোগকেও যে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়, সেই বার্তা দিতেই ক্যান্সারজয়ীদের কাজে নেওয়া বলে জানালেন মেডিকা ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর ডাঃ সৌরভ দত্ত। রিমা রায়কে ক্যান্সার অপারেশন বিভাগে, সুরজিৎ ও বিমলকে হাউসকিপিং বিভাগে যুক্ত করা হয়েছে। অন্য সকলের সঙ্গেই তাল মিলিয়ে তারা ক্যান্সার আক্রান্তদের সুস্থ করার কাজে লড়াই চালাবেন।