ফের পিছিয়ে গেল স্নাতকোত্তর স্তরের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় থেকে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষা। পরবর্তী পরীক্ষাসূচি খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে। আর কেন্দ্রের এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যসভা থেকে ওয়াক-আউট করেছে কংগ্রেস-তৃণমূল সহ বিরোধী দলগুলো।
স্নাতকোত্তর স্তরের মেডিক্যাল পরীক্ষা বা নিট-পিজি হওয়ার কথা ছিল ১২ মার্চ। কিন্তু সেই পরীক্ষাই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত স্নাতকোত্তর নিট পরীক্ষার কাউন্সিলিং নিয়ে মেডিক্যাল পড়ুয়াদের বিক্ষোভে গোটা দেশ উত্তাল হয়েছিল। কেন্দ্রের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ডাক্তারি পড়ুয়াদের বিভিন্ন সংগঠনও।