Sambad Samakal

World Cancer Day: বিশ্ব ক্যান্সার দিবস, জেনে নিন ক্যান্সারের পাঁচটি প্রাথমিক উপসর্গ

Feb 4, 2022 @ 11:38 am
World Cancer Day: বিশ্ব ক্যান্সার দিবস, জেনে নিন ক্যান্সারের পাঁচটি প্রাথমিক উপসর্গ

৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। প্রযুক্তির বিপুল উন্নতি হলেও এখনও পর্যন্ত ক্যান্সার নিরাময়ের কোনও নির্দিষ্ট ওষুধ নেই। তাই সাবধানতা অবলম্বন করা এই মারণ রোগকে এড়ানোর অন্যতম হাতিয়ার। বিশ্ব ক্যান্সার দিবসে তাই জেনে নিন ক্যান্সারের পাঁচটি প্রাথমিক উপসর্গ কী কী?

১) প্রচন্ড ক্লান্তি ক্যান্সারের উপসর্গ। একটানা অনেকক্ষণ ঘুমিয়ে বা বিশ্রাম নিয়েও ক্লান্তি না কাটলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

২) কোন বড় কারণ ছাড়া হঠাৎ করেই শরীরের ওজন অনেকটা কমে গেলে সতর্ক হয়ে যান।

৩) রাতের দিকে ঘুমোনোর সময়ে যদি নিয়মিত জ্বর আসে সঙ্গে অতিরিক্ত ঘাম হয় তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

৪) ত্বকের বিভিন্ন পরিবর্তনও ক্যান্সারের লক্ষণ। ত্বকে জন্ডিসের মত উপসর্গ বা অতিরিক্ত আঁচিল দেখা দিলে অবশ্যই সাবধান হবেন।

৫) শরীরে প্রদাহ বেড়ে গেলেও সতর্ক হতে হবে। কোন অঙ্গ বা পেটে যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *