সাত সকালে ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর সহ গোটা উত্তর ভারত। পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। শনিবার সকাল পৌনে দশটা নাগাদ কম্পন অনুভূত হয় কাশ্মীররের উপত্যকায়।তবে এখনও পর্যন্ত সেভাবে বড়সড় ক্ষয়ক্ষতির খবর নেই।
জানা যাচ্ছে, এই ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের কাছে হিন্দুকুশ পর্বতমালা। জম্মু-কাশ্মীর, দিল্লি, হরিয়ানা সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভব করা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। প্রায় ২০ সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন।