Sambad Samakal

Space Station: বন্ধ হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন! কী হবে তারপর?

Feb 6, 2022 @ 9:10 pm
Space Station: বন্ধ হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন! কী হবে তারপর?

বন্ধ হতে চলেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। পৃথিবীর কক্ষপথে থাকা এই মহাকাশ গবেষণা কেন্দ্রটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাসা। খুব বেশি হলে আর মাত্র ১০ বছর আয়ু রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে এই মহাকাশ স্টেশন অবস্থান করছে। যা ক্রমাগত পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে।

১৯৯৮ সাল থেকে কাজ করার ফলে মহাকাশ স্টেশনটি বয়সের ভারে মলিন হয়ে পড়েছে। একাধিক প্রযুক্তিগত সমস্যাও দেখা দিয়েছে। তাই আর এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে চালাতে চায় না নাসা। পরিকল্পনা করা হয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাজ বন্ধ করে দেওয়ার পরে সেটিকে প্রশান্ত মহাসাগরের একটি প্রত্যন্ত অঞ্চলের জলের তলায় ডুবিয়ে দেওয়া হবে। নাহলে ভবিষ্যতে মহাকাশে বর্জ্রের পরিমাণ আরও বেড়ে যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *