জীবনের প্রথম গান রেকর্ড করেছিলেন মাত্র ১৩ বছর বয়সে। সঙ্গীতসম্রাজ্ঞী হিসেবে লতা মঙ্গেশকরের পরিচয় জানানে সকলেই। কিন্তু তাঁর অভিনয় প্রতিভার কথা জানেন কী? নয় নয় করে ৮টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন লতা মঙ্গেশকর। বলতে গেলে তাঁর তারকা জীবন শুরু হয়েছিল অভিনয় দিয়েই। তবে হাতেখড়ি হয়েছিল চলচ্চিত্রে নয়, নাটকের মঞ্চে।
বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন বিশিষ্ট ক্লাসিকাল গায়ক ও মঞ্চাভিনেতা। বাবার হাত ধরেই মাত্র ৫ বছর বয়সে মিউজিক্যালস বা ‘সঙ্গীত নাটকে’ অভিনয় করেছিলেন লতা মঙ্গেশকর। ১৯৪৮ সাল পর্যন্ত মোট ৮টি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অবশ্য পরবর্তীকালে সঙ্গীতচর্চাই কিংবদন্তি করে তোলে লতা মঙ্গেশকরকে।