Sambad Samakal

Lata Mangeshkar: কাল রবীন্দ্রসদনে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাজ্ঞাপন, কখন?

Feb 6, 2022 @ 3:24 pm
Lata Mangeshkar: কাল রবীন্দ্রসদনে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাজ্ঞাপন, কখন?

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার রবীন্দ্র সদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতি রাখা শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে জানানো হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত সাধারণ মানুষ লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে পারবেন।

রবিবার এক শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে আমরা রিক্ত হলাম।”

মুখ্যমন্ত্রী জানান, “সুরসম্রাজ্ঞী ও অনন্য প্রতিভাময়ী সর্বজন শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর দীর্ঘ আট দশক ধরে কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। হিন্দি, মারাঠি, বাংলা সহ ছত্রিশটিরও বেশি ভারতীয় ও বিদেশি ভাষায় তাঁর গাওয়া অগণিত ক্লাসিকাল,গজল, ভজন, আধুনিক ও সিনেমার গান আজও সমান জনপ্রিয়। বাংলার সঙ্গীতজগতের সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। আমাদের নক্ষত্রদের সাধনা ও তাঁর প্রতিভা পরস্পরকে সমৃদ্ধ ও অভিষিক্ত করেছিল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *