Sambad Samakal

West Bengal Assembly: কবে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন?

Feb 6, 2022 @ 9:11 pm
West Bengal Assembly: কবে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন?

ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেশের কেন্দ্রীয় বাজেট ঘোষিত হয়ে গিয়েছে। সাধারণত কেন্দ্রীয় বাজেটের কয়েকদিন আগে বা পরে ঘোষিত হয়ে যায় রাজ্য বাজেটও। কিন্তু চলতি বছরে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট সম্পর্কে সরকারের পক্ষ থেকে কোন ঘোষণা করা হয় নি। তবে বিধানসভা সূত্র খবর, মার্চ মাসের শুরুতেই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।

ফেব্রুয়ারি মাসে দু ভাগে রাজ্যের মোট ১১২টি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। অধিকাংশ সাংসদ-বিধায়কই এখন নির্বাচনের কাজে ব্যস্ত। অন্যদিকে নির্বাচনের আগে কোনও সরকারি প্রকল্পের ঘোষণা আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করতে পারে। তাই পুরভোটের পর্ব মিটলেই রাজ্য বাজেট ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই বাজেট অধিবেশন বসতে পারে রাজ্য বিধানসভায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *