রাজ্যের ১০৭টি পুরসভার প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ চরমে উঠেছে শাসক দলের নেতা-কর্মীদের মধ্যে। সোমবার এই প্রসঙ্গে দলের কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ বলেন, “সুব্রত বক্সি ও আমার সই করা প্রার্থী তালিকা ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়েই এই তালিকা তৈরি হয়েছে। এর মধ্যে বিভ্রান্তির কোনও স্থান নেই। যারা অসন্তুষ্ট তাদের বলত দলের পতাকা এক, নেত্রী এক। সকলে আসুন আমরা দলের পাশে দাঁড়াই।”
শুধু কড়া বার্তাই নয় রাজ্যের যে সমস্ত জেলায় পুর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেই সমস্ত জেলায় একগুচ্ছ রাজ্য স্তরের নেতাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ চব্বিশ পরগনায় শুভাশীষ চক্রবর্তী ও অরুপ বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনায় জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিককে পর্যবেক্ষক করা হয়েছে। হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে পুলক রায়কে দায়িত্বে আনা হয়েছে।