Sambad Samakal

Rupa Ganguly: রাজ্যসভায় কেন কাঁদলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়?

Mar 25, 2022 @ 8:20 pm
Rupa Ganguly: রাজ্যসভায় কেন কাঁদলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়?

শুক্রবার রাজ্যসভায় কেঁদে ভাসালেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। রামপুরহাটের বগটুই কাণ্ডের প্রসঙ্গ তুলেই তাঁর এই কান্না। এরপরেই রূপা বাংলায় ৩৫৬ ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন কায়েম করার দাবি তোলেন। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন এবং আনিস খানের মৃত্যু প্রসঙ্গও তোলেন এই বিজেপি সাংসদ।

বগটুই ইস্যুতে এদিন রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘পশ্চিমবঙ্গের এই ঘটনা নিয়ে কথা বলার সময় আমার মাথা ঝুঁকে যাচ্ছে। শুধু আট জন মারা গিয়েছেন। বাকিরা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু কেউ স্বাভাবিক ভাবে মারা যাননি। সবাইকে পুড়িয়ে মারা হয়েছে। সবার কাছে বেআইনি অস্ত্র ছিল। ফরেন্সিক রিপোর্টে এসেছে নিহতদের হাত-পা বেঁধে পুড়িয়ে মারা হয়েছে।’’ কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেংগে পড়েন তিনি। বলেন, ‘‘আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে গণহত্যা চলছে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছেন। বাচ্চা-বয়স্ক সবাই চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বেঁচে থাকা দায় হয়ে উঠেছে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *