Sambad Samakal

নববর্ষে পাহাড়ে রহস্য সমাধান করতে হাজির ‘দ্য একেন’

Apr 8, 2022 @ 1:21 am
নববর্ষে পাহাড়ে রহস্য সমাধান করতে হাজির ‘দ্য একেন’

সোমনাথ লাহা

এসভিএফের ওটিটি প্ল্যাটফর্ম ‘হ‌ইচ‌ই’ -এর অন্যতম জনপ্রিয় ও সফল ওয়েব সিরিজ ‘একেন বাবু’। ২০১৮-তে শুরু হ‌ওয়া এই সিরিজটির চার বছরে পাঁচটি সিজন হয়েছে। সুজন দাশগুপ্তের লেখা কৌতুক ও রহস্যের মিশেলে গড়া এই চরিত্রটি বাংলা সাহিত্যের বাকি গোয়েন্দাদের থেকে সম্পূর্ণ আলাদা। একজন সাধারণ মানুষের বেশের আড়ালে থাকা ‘মাছে-ভাতে’গোয়েন্দা একেন বাবু। ওয়েব অঙ্গনে রীতিমতো জনপ্রিয় হ‌ওয়া এই সিরিজটি এবার বড়পর্দায়। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত সেই ছবির নাম ‘দ্য একেন’। ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। চলতি বছরে জানুয়ারি মাসের শেষের দিকে প্রকাশ্যে এসেছিল এই ছবির ফার্স্ট লুক। ছবির প্রথম ঝলক‌ই মন কেড়ে নিয়েছিল দর্শকদের। দোল পূর্ণিমার দিন প্রকাশ্যে এসেছিল ছবির টিজার। ইতিমধ্যেই
রীতিমতো জনপ্রিয় হয়েছে উত্তেজনায় ভরপুর ছবির ট্রেলার। ছবিতে শৈলশহর দার্জিলিংয়ের প্রেক্ষাপটে নতুন রহস্যের সন্ধান করতে দেখা যাবে একেনবাবুকে। নিজের দুই পছন্দের সঙ্গী বাপি ও প্রমথকে সঙ্গে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে যান একেন্দ্র সেন। সেখানে গিয়ে একেনবাবুর সঙ্গে পরিচয় হয় বিখ্যাত অভিনেত্রী বিপাশা মিত্র-র সঙ্গে। তিনি একেনবাবুকে তার একটি কেসের দায়িত্ব নিতে অনুরোধ করেন। এশিয়ান স্টাডিজের প্রদর্শনীতে বিপাশার সংগ্রহে থাকা একটি দেড় হাজার বছরের বিষ্ণুমূর্তি প্রদর্শিত হয়। কিন্তু হঠাৎ করেই উধাও হয়ে যায় সেই মূর্তি। যথারীতি তদন্তে নামেন একেনবাবু। আর তারপরেই ভয়ঙ্কর দিকে মোড় নেয় ঘটনা। একের পর এক খুন ঘটতে থাকে পাহাড়ে। ট্রেলারে কুয়াশায় মোড়া পাইনের বন থেকে বেরিয়ে আসা এক মহিলার পিঠে বাঁধা ঝুড়িতে ডাল-পালা, কাঠের টুকরো। মহিলা একটু একটু করে বেরিয়ে আসতেই হঠাৎ চোখের সামনে একজনের লাশ দেখে চিৎকার করে ওঠেন। বাপি ও প্রমথকে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে আসা একেন বাবুর শুধুমাত্র পাহাড়ি সৌন্দর্য তথা কাঞ্চনজঙ্ঘা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা নয়, বরং পাহাড়ি আঁকাবাঁকা পথে ঘটে যাওয়া রহস্যের ঘনঘটার মধ্যেও জড়িয়ে পড়তে হয়। যার মধ্যে চেজিং সিকোয়েন্স ছাড়াও, খুনের মতো বিষয়‌ও রয়েছে। যথারীতি অনুসন্ধানে নেমে পড়েন একেন বাবু। একদিকে তুখোড় বুদ্ধি, অন্যদিকে হাস্যকৌতুকের মিশেল ‘একেন’-তাই বরাবরই অন্য রকমের গোয়েন্দা। সেই কারণেই একেনের অ্যাকশন দৃশ্য দেখেতো হেসে ফেলেন দর্শকরা। ছবিতে একেনের ভূমিকায় যথারীতি অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। অভিনেত্রী বিপাশা মিত্রর ভূমিকায় রয়েছেন পায়েল সরকার। প্রমথ-র চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় আর জে সোমক ঘোষ, বাপির চরিত্রে রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায়। এছাড়াও ছবির একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ‘মন্দার’ খ্যাত দেবাশিস মন্ডল। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবির সংগীত পরিচালনায় অম্লান চক্রবর্তী। ছবির টাইটেল ট্র্যাকটি গেয়েছেন সিধু। গানটি লিখেছেন গোধূলি শর্মা। সম্প্রতি বালিগঞ্জের একটি নামী রেস্তোরাঁয় ছবির প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ‘দ্য একেন’ ছবির পরিচালক সহ অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। বড়পর্দায় প্রথমবার ‘দ্য একেন’ -এর মুক্তি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত অনির্বাণ চক্রবর্তী জানান, “আমি গত চার বছর ধরে একেনবাবুর চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রে অভিনয় করার সুবাদে আমি দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা এককথায় অতুলনীয়। এটা দর্শকদের ভালোবাসার‌ই ফল, যে আজকে এসভিএফ( শ্রী ভেঙ্কটেশ ফিল্মস) একেনবাবুর নতুন অ্যাডভেঞ্চারকে নিয়ে সরাসরি বড়পর্দায় আসছে। দার্জিলিংয়ে ১৫দিনের শুটিংয়ে রোদ, বরফ, বৃষ্টি, কুয়াশা সমস্ত রকমের আবহাওয়া পেয়েছি, যা ছবির সঙ্গে দারুণভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আমরা বরফের উপর দাঁড়িয়ে রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। ছবিতে দর্শকরা সেই দৃশ্যটাই দেখতে পাবেন। যেটা কম্পিউটার গ্রাফিক্সের কারিকুরি নয়। জয়দীপ মুখোপাধ্যায়ের অনন্য পরিচালনায় এই ছবিটি একটি অন্য মাত্রা পাবে বলেই আমার বিশ্বাস।” পাশাপাশি ছবির পোস্টারে প্রধান চরিত্র হিসেবে তাঁর ছবি দেখে আপ্লুত অনির্বাণের কথায়, “এটা সত্যিই খুব স্পেশাল। একদম বিহ্বল করা মুহূর্ত আমার কাছে।” অন্যদিকে এই ছবির অংশ হতে পেরে রীতিমতো আনন্দিত পায়েল সরকার। অভিনেত্রীর কথায়, ” একেনবাবুর মতো একটি চরিত্রকে বড়পর্দায় নিয়ে আসাটা খুব ভালো উদ্যোগ বলেই আমি মনে করি। কারণ এই চরিত্রটি বাংলার আর পাঁচজন গোয়েন্দার থেকে সম্পূর্ণ আলাদা। ছবিতে অনির্বাণের একেনবাবুর চরিত্রে অসাধারণ অভিনয় আর ছবির আশ্চর্যজনক ট্যুইস্ট অ্যান্ড টার্নস মেশানো প্লট ‘দ্য একেন’-কে একটা এন্টারটেনিং আউট অফ দ্য বক্স থ্রিলার হিসেবে দর্শকদের সামনে তুলে ধরবে বলেই আমার বিশ্বাস। আমি ভীষণ আনন্দিত এইরকম একটা ছবির অংশ হতে পেরে। আমি এই প্রথমবার দার্জিলিংয়ে কোন‌ও শুটিং করলাম। ছবিতে বিপাশা মিত্রের চরিত্রটা সবসময়ই একটা হিরোইন ইমেজ নিয়ে চলে। ওই বিষয়টা করতে আমি খুব আনন্দ পেয়েছি। এই ছবিতে অনির্বাণের পাশাপাশি সুহোত্র, সোমক ও দেবাশিসের মতো নতুন প্রজন্মের দারুণ অভিনেতাদের সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে।” সুহোত্রর কথায়, “বাপীবাবুর চরিত্রে অভিনয় করাটা একদিকে আনন্দের, অপরদিকে চ্যালেঞ্জিংও। কারণ একেনবাবু খুব জনপ্রিয় একটা ফ্র্যানচাইজি। তবে আমাদের সকলের খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে গিয়েছিল কাজটা করতে গিয়ে। আশাকরি তার প্রতিফলন দর্শকরা দেখতে পাবেন।” সোমকের মতে,”আমার কাজের জগত রেডিও। তার থেকে এটা সম্পূর্ণ আলাদা। প্রচুর ভুল করেছি।সহ অভিনেতাকে ওভারল্যাপ করে চলেও গিয়েছি। আবার ভাল করার পর সবাই প্রশংসাও করেছে। সবমিলিয়ে এই ছবির শুটিং করতে গিয়ে অনেক কিছু শিখেছি।” দেবাশিস জানান, “আমি সবশেষে এই ইউনিটের সঙ্গে জয়েন করেছি। এই চরিত্রটির সঙ্গে একটা যোগসূত্র খুঁজে পেয়েছি। খুব ইন্টারেস্টিং, কাজ করে ভালো লেগেছে। চরিত্রটির লুকসটাও বেশ অন্যরকম।” পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের অভিমত, “একেনকে আমরা পুরোপুরি সিনেমার মতো করে বানানোর চেষ্টা করেছি। সেই কারণেই চরিত্রটিকে লার্জার দ্যান লাইফ করা হয়েছে। এটা সপরিবারে দেখার মতো ইউনিভার্সাল একটা ছবি। আশাকরি সকলের ভালো লাগবে।”
১৪এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষে সিনেমা হলে মুক্তি পাবে ‘দ্য একেন’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *