Sambad Samakal

Kashmir: গদিতে বসেই কাশ্মীর নিয়ে কী বার্তা দিলেন নয়া পাক প্রধানমন্ত্রী?

Apr 12, 2022 @ 7:53 pm
Kashmir: গদিতে বসেই কাশ্মীর নিয়ে কী বার্তা দিলেন নয়া পাক প্রধানমন্ত্রী?

গদিতে বসেই দীর্ঘদিনের অমীমাংসিত কাশ্মীর ইস্যুতে বার্তা দিলেন পাকিস্তানের নিয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। টুইট করে ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ইঙ্গিত দিলেন তিনি। পাক প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তায় পালটা ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীরের মতো বিভিন্ন সংঘাত ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান যে অপরিহার্য, সে কথাও উল্লেখ করেছেন। কূটনৈতিক দিক থেকে তাঁর এই পদক্ষেপকে উল্লেখযোগ্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

টুইটারে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, ”অভিনন্দনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায় পাকিস্তান। জম্মু-কাশ্মীরের মতো শান্তিপূর্ণ সমাধান অপরিহার্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের আত্মত্যাগ সর্বজনবিদিত। আমাদের আর্থ-সামাজিক উন্নয়নে জোর দেওয়া দরকার”। উল্লেখ্য, নয়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শুভেচ্ছা জানিয়ে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তি, স্থিতাবস্থা, সন্ত্রাস-মুক্ত অঞ্চল ও পারস্পরিক উন্নয়নে জোর দেওয়ার বার্তা দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *