সফলভাবে সম্পন্ন হল রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোরেলের ট্রায়াল রান। শনিবসর মেট্রোর একটি রেক রুবি মোড়ের হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে ৪.৩৯ কিলোমিটার দূরত্বের বেলেঘাটা স্টেশন পর্যন্ত যায়। ডাউন লাইন ধরে আবার রেকটিকে ফেরতও নিয়ে আসা হয়।
মেট্রো সূত্রে খবর, রেললাইনের কোনও সমস্যা এদিন ধরা পড়েনি। সফলভাবেই মাঝের তিনটি স্টেশন পোরিয়ে রুবি থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত যায় মেট্রোর রেকটি। চলতি বছরের মাঝামাঝি সময়েই পরিষেবা শুরু করে দেওয়া যাবে বলে আশা মেট্রো কর্তাদের। এই মেট্রোরেল চালু হলে সল্টলেকগামী যাত্রীদের দারুণ সুবিধা হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।