রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফা দিয়ে ভোটের ময়দানে নেমেছিলেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। কিন্তু রাজ্য সরকারের এনওসি না পাওয়ায় শেষমেশ মনোনয়ন বাতিল হয় তাঁর। আর বীরভূমে ভোটপ্রচারে গিয়ে সেই ইস্যুতেই তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন বিজেপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীর নাম না করে অভিষেক বলেন, পাপ বাপকেও ছাড়ে না! পাশাপাশি, বীরভূমের প্রার্থী শতাব্দী রায়কে জেতানোর আহ্বান জানিয়ে অভিষেক বলেন, কেন্দ্রের জমিদাররাজ শেষ করতে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। তসই ঘাসফুল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন।