Sambad Samakal

Sea Wave: আইফেল টাওয়ারের থেকেও উঁচু সামুদ্রিক ঢেউ! কবে হয়েছিল জানেন?

Apr 13, 2022 @ 7:58 pm
Sea Wave: আইফেল টাওয়ারের থেকেও উঁচু সামুদ্রিক ঢেউ! কবে হয়েছিল জানেন?

পৃথিবীর সবথেকে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ বা ‘আগ্নেয় বলয়’। ফলে জাপান, ফিলিপাইনস সহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোই সবথেকে বেশি শিকার হয় সুনামির। যদিও পৃথিবীর সবথেকে ঘাতক সুনামি দেখা গিয়েছিল আলাস্কার দক্ষিণ উপকূলে। ১৯৫৮ সালে রিখটার স্কেলে ৮.৩ মাত্রার ভূমিকম্প জন্ম দিয়েছিল বিশ্বের ইতিহাসে সবথেকে বড় সুনামির।

জানা যায়, সেই সময় আছড়ে পড়েছিল প্রায় ৫২৪ মিটার উঁচু ঢেউ। যেখানে আইফেল টাওয়ারের উচ্চতা মাত্র ৩৩০ মিটার। পৃথিবীর ইতিহাসে আলাস্কার লিটুয়া অঞ্চলে তৈরি হওয়া এই সামুদ্রিক ঢেউই এখনও পর্যন্ত সর্বোচ্চ। গবেষকদের দাবি, এই ঢেউয়ের ফলে প্রায় ১ কোটি ঘনমিটারের পাথর ধ্বসে পড়েছিল সেই সময়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *