Sambad Samakal

Hanskhali CBI: হাঁসখালি কাণ্ডে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ সিবিআইয়ের

Apr 17, 2022 @ 11:18 am
Hanskhali CBI: হাঁসখালি কাণ্ডে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ সিবিআইয়ের

হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা যাচ্ছে, হাঁসখালি কাণ্ডে এবার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হল। মূল অভিযুক্ত সোহেল গয়ালি ওরফে ব্রজ সহ মোট ৩ অভিযুক্তের ডিএনএ নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। এছাড়াও মৃত নির্যাতিতার বাবা-মায়ের ডিএনও সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর।

সিবিআই সূত্রে খবর, হাঁসখালি কাণ্ডে প্রত্যক্ষ তথ্য-প্রমাণ প্রায় নেই বললেই চলে। কারণ নির্যাতিতার দেহের ময়নাতদন্ত করানোর আগেই তা পুড়িয়ে ফেলা হয়েছিল। ফলে পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করেই গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাই ডিএনএ পরীক্ষা করিয়ে অভিযুক্তের উপস্থিতি সম্পর্কে আরও নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *