Sambad Samakal

Sourav Ganguly: জীবনের নতুন অধ্যায়! রাজনীতি যোগের জল্পনা উসকে দিলেন বাইশ গজের মহারাজ?

Jun 1, 2022 @ 10:12 pm
Sourav Ganguly: জীবনের নতুন অধ্যায়! রাজনীতি যোগের জল্পনা উসকে দিলেন বাইশ গজের মহারাজ?

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। যে অধ্যায়ে একসঙ্গে অনেক মানুষের জন্য কাজ করতে পারবেন। আর এই নতুন অধ্যায়ের পথ চলায় সকলকে পাশে থাকার আবেদন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু কোন নতুন অধ্যায়? তবে কি এবার সত্যিই রাজনীতিতে যোগ দিতে চলেছেন বাইশ গজের মহারাজ? ছড়িয়েছে জল্পনা। বুধবার নিজেই টুইট করে এই জল্পনা ছড়িয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি এদিন টুইটে লিখেছেন, “২০২২ সালে আমার ক্রিকেটের ময়দানে পা রাখার ৩০ বছর পূর্ণ হচ্ছে। ১৯৯২ সালে আমি ক্রিকেটের ময়দানে পা রেখেছি। গত ৩০ বছরে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, ক্রিকেটের মাধ্যমেই আমি আপনাদের সমর্থন পেয়েছি। যাঁরা আমাকে এতদিন সমর্থন করেছেন আমি তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আজ আমি নতুন কিছু শুরু করতে চাই। আমি এমন কিছু করতে চাই, যেটা মানুষের উপকারে লাগবে।” এদিকে সৌরভের এই টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় গুজবে ছড়িয়ে পড়ে, তিনি বিসিসিআই সভাপতির পদ ছাড়ছেন। কিন্তু পরে বোর্ড সচিব জয় শাহ স্পষ্ট করে দিয়েছেন, সৌরভ বিসিসিআই সভাপতির পদ ছাড়েননি। কিন্তু যে প্রশ্নটা থেকেই যায়, তা হল, নতুন অধ্যায় কী? দীর্ঘদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতি যোগের জল্পনা চলছে। কিন্তু সৌরভ নিজে বারবারই যেন সবকিছু গুলিয়ে দিয়েছেন। কখনও তাঁর বাড়িতে শাহী ভোজ সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আবার কখনও একই মঞ্চে দাঁড়িয়ে রাজ্য সরকার ও কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কলকাতার মহারাজ। কিন্তু এবার সেই সৌরভ নিজেই টুইট করে জল্পনায় ঘি ঢাললেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশ্ন, তাহলে কোন রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন বাংলার আইকন। উত্তর দেবে সময়ই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *