Sambad Samakal

Weather: বর্ষার প্রভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, কবে ভিজবে দক্ষিণবঙ্গ?

Jun 5, 2022 @ 9:20 am
Weather: বর্ষার প্রভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, কবে ভিজবে দক্ষিণবঙ্গ?

রাজ্যের উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী অন্তত ৫ দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। আবহবিদদের মতে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে এখনও বেশ কয়েক দিন সময় লাগবে। যদিও কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে বর্জ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আংশিক ভাবে মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৮ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *